ছায়াবৃক্ষ । মুস্তফা হাবীব

- Advertisement -
- Advertisement -

ছায়াবৃক্ষ 
মুস্তফা হাবীব

 

যে মানুষ ফুলকে ভালোবাসে
যে মানুষ প্রকৃতির ভেতর
জীবনের অনুসন্ধান করে
সে আমার স্বপক্ষ,
আমি তাকেই ভালোবাসি ।

যার চোখের জলে শস্য বোনা
অভাগার দুঃখে ব্যথিত হৃদয়
সে আমার আপনজন,
আমি তাকেই ভালোবাসি।

যে নদীর রূপ দেখে মোহিত
যে শরতের জোসনায় স্নাত
সে আমার স্বপ্নের পূর্ণ শশী,
আমি তাকেই ভালোবাসি।

যার কর্ম অন্যের অনিষ্ট করে না
পথের ধুলোয় আধুলি দেখে
লোভে চোখ ছলছল করে না
সে আমার বন্ধু,
আমি তাকেই ভালোবাসি।

যে লুটেরার প্রতিপক্ষ হয়ে
সত্য আর সুন্দরের কথা বলে
সে আমারই প্রতিনিধি,
আমি তাকেই ভালোবাসি।

- Advertisement -

আরো পড়ুুর