- Advertisement -
- Advertisement -
ছায়া হয়ে জ্বলি
মুহম্মদ নূরুল হুদা
আলো দিয়ে ছায়া লিখি
ছায়া দিয়ে আলো
নিজেই নিজের রূপ
প্রবিশ্ব জ্বালালো।
আমিও তোমার মাঝে
ছায়া হয়ে জ্বলি
তোমার আলোর কায়া
নিয়ে পথ চলি।
আলোর মায়ায় ছায়া
জ্বলে রাত্রিদিন
দুজনেই চিরসঙ্গী
চির পরাধীন ।
স্বাধীনতা পরস্পর
যুক্ত নির্ভরতা
ঝুঁকে-থাকা বুকে-থাকা
প্রমুক্ত কাম্যতা।
- Advertisement -