ছোট্ট রাসেল সোনা
বিল্লাল মাহমুদ মানিক
বাবা-মায়ের চোখের মণি ছোট্ট রাসেল সোনা,
শেখ হাসিনার হৃদয় মাঝে সোহাগে জাল বোনা।
জামাল কামাল শেখ রেহানা সবার প্রিয় অতি,
মিষ্টি হাসির পরশ দিয়ে রাখতো সুখের গতি।
বাইসাইকেল চড়ে রাসেল ঘুরতো সারা বাড়ি,
কবুতরের সঙ্গী হয়ে নিতো আদর কাড়ি।
মধুর সুরে বলতো কথা, চলতো বীরের বেশে;
আধুনিক এক ছোট্ট বালক ছিল বাংলাদেশে।
ফুলের মতো পবিত্র মুখ স্বপ্ন তাকেই ঘেরা,
বড় হয়ে রাসেল হতো সবার থেকে সেরা।
পঁচাত্তরে পনরো আগস্ট স্বপ্ন গেল উড়ে,
কিন্তু রাসেল আজও আছে সোনার বাংলাজুড়ে।
অন্যধারা/সাগর