ছয়চরণের স্তবক–১০০
বাহার হাবিব
যতটা ভাসি তার চেয়ে বেশি ‘যদি’ রাখি
স্বাধীন নদী দূর বহুদূর বয়ে যায়
ক্ষয়ে যায় এই জীবন, রয়ে গেলে টান
অভিমান চাপা পড়ে সয়ে যাওয়া বোকা বুকে
সুখে আর শোকে এই আমি ভোগে-দুর্ভোগে
উপভোগে ভীষণ খেয়ালী নদীর মতো নিয়তি।
অন্যধারা/১১ জুলাই-২০২০/জেডএন