ছয় চরণেরনস্তবক–৬০ । মুহাম্মদ মাসুম বিল্লাহ

- Advertisement -
- Advertisement -

ছয় চরণেরনস্তবক–৬০
মুহাম্মদ মাসুম বিল্লাহ

ক্ষমা করে দিও প্রভু আমরা যে ছোটো অতি
ধ্বংস করে দিলে থাকবে না কোনো গতি
তোমার করুণা চাই আর কিছু নয়
করোনা ভাইরাস দিয়ে দিও নাকো ভয়
তোমার ছায়ায় দিও আমাদের ঠাঁই
আর কিছু চাই না’ক তোমাকেই চাই।

 

অন্যধারা/৯ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর