- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক-০৪
মোহাম্মদ এনামুল হক
কুহকের মায়া ডোরে
কোকাফের এক মোড়ে
অলস ঘুমিয়ে থাকে দেউলিয়া রাত।
পাখিদের কলরবে
জেগে ওঠে ফুল সবে
নেমে আসে চারিদিকে আলোর প্রপাত।
অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -