ছয় চরণের স্তবক-০৫ । ইউসুফ রেজা

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক– ০৫
ইউসুফ রেজা

মানুষেরা ডুবন্ত জাহাজ থেকে বাঁচার আশায়
পথ খোঁজে অথচ এখনো পাল উড়ছে হাওয়ায়
কেউ কেউ মনে করে কেয়ামত বেশি দূরে নাই
পাখিরা কি জুতো পরে কখনো কি মাস্ক ঠোঁটে দেয়?
তাদেরও প্লাবন এলে ঠাঁই হয় নুহের নৌকায়
যে মরে সে ভয়ে মরে সে কি আর আখেরে পৌঁছায়।

অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর