ছয় চরণের স্তবক-০৬ । নূরুজ্জামান

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক-০৬
নূরুজ্জামান

আজ শপথ ভুলে নতুন করে সাজাবো তোমায়
হে মোর বিষন্ন স্বপ্ন !
ঘোমটা পরে ভাপ নেওয়া করোনা রোগির
রক্ত গরম করো!
আবার উড়বে ঘুড়ি বাতাসের বেগে লড়াইয়ের
ময়দানে সিংহের!

অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর