ছয় চরণের স্তবক-০৮
তাহেরা খাতুন
মিথ্যে তোমার ভালোবাসা মিথ্যে অভিমান
মুখে বলো ভালোবাসো অন্তরে নেই টান
দিনে রাতে ছলা-কলার করো দোকানদারি
অবুঝ আমি প্রতারণা বুঝতে না যে পারি
লেনা-দেনার হিসেব কষে কাটাও সারারাত
মিথ্যে তোমার জারিজুরি হবে কুপোকাৎ
অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন