- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক-০৯
সুজন রুহুল
চোরে চোরে মাসতুতো ভাই— গোপনে হয় সন্ধি
পুঁজিবাদের খপ্পরে আজ আম-জনতা বন্দী
ধনী যাচ্ছে ঊর্ধ্বমুখে, গরীব নিচে যাত্রা
দিনে দিনে বাড়ছে গতি, বাড়ছে প্রভেদ মাত্রা
গরীবরে আজ খাচ্ছে চুষে পুঁজিবাদী চক্র
সরল পথে গরীব কাঁদে, ধনীর রাস্তা বক্র।
অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -