ছয় চরণের স্তবক–১০১
উম্মুল খায়ের
অবিনাশী সুর বাজে প্রীতিনিলয়ের ঠোঁটে
গোলাপজাগা সকালে পাপড়ির ভাঁজে ভাঁজে
ধূসর মিথ্যারা যায় হারিয়ে সূর্য কিরণে
গুঞ্জরিত সুর তুলে হৃদয়ে হৃদয় ঢেলে
আটঘাট ছুটে চলি মনে দোলে প্রেমকলি
সত্যি বলি, সত্যি বলি, আমার মন মানে না।
অন্যধারা/১৮ জুলাই-২০২০/জেডএন