ছয় চরণের স্তবক–১০৩ । স্বপ্না ইসলাম ছোঁয়া

ছয় চরণের স্তবক–১০৩
স্বপ্না ইসলাম ছোঁয়া

আজন্ম শৃঙ্খলিত মেয়েটি
দীর্ঘরাত শেষে মৃত্যুকে আলিঙ্গন করলো
পরাজয়ের গ্লানি করতলে রেখে
য্যানো উড়ে গেল একঝাঁক বুনোহাঁস
অথচ, মেঘের চাদর সরালেই
খুঁজে পেতো- রাশিরাশি বিজয় উল্লাস।

অন্যধারা/১৮ জুলাই-২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here