- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–১০৩
স্বপ্না ইসলাম ছোঁয়া
আজন্ম শৃঙ্খলিত মেয়েটি
দীর্ঘরাত শেষে মৃত্যুকে আলিঙ্গন করলো
পরাজয়ের গ্লানি করতলে রেখে
য্যানো উড়ে গেল একঝাঁক বুনোহাঁস
অথচ, মেঘের চাদর সরালেই
খুঁজে পেতো- রাশিরাশি বিজয় উল্লাস।
অন্যধারা/১৮ জুলাই-২০২০
- Advertisement -