- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–১০৪
শাহিদ উল ইসলাম
কোন ফুলেতে মধু আছে জানে রসিক ভ্রমর
ভুলেও সে ফাঁস করে না মধুর শত গোমর
তবু সে খায় যে ধরা মধু মাছির কাছে
তোমার আমার সবার পিছে ফেউ লাগানো আছে
যতই তুমি করো গোপন পাপের বালাখানা
কেউ না দেখুক একজন দেখে; বাদশা আলমপনা।
অন্যধারা/১৮ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -