ছয় চরণের স্তবক–১০৬
নুরুন্নাহার পান্না
জীবন মানে মৃত্যুকে ছুঁই ছুঁই
বাঁচার আস্হায় তবু জেগে রই
চাহিদাগুলো ভীষণ বড় হয়ে যায়
সামর্থের কাছে হার মেনে দাঁড়ায়
একটা জীবনে আছে কতো চাওয়া
দুঃখ-কষ্ট গ্লানি কাছে থেকে নেওয়া।
অন্যধারা/১৮ জুলাই-২০২০/জেডএন