শিল্প-সাহিত্যকবিতা ছয় চরণের স্তবক–১০৮ । সাঈদ শাওন By সাপ্তাহিক অন্যধারা - July 18, 2020 0 341 FacebookTwitterPinterestVKWhatsAppPrint ছয় চরণের স্তবক–১০৮ সাঈদ শাওন হৈ হৈ রৈ রৈ আগের জামানার শক্তিশালী আর রইলো কৈ অহংকার করিয়া অন্যের বিনাশ করিয়া শান্তি কি মিলে হিসাবটা দিতে হবে শুধু তিলে তিলে। অন্যধারা/১৮ জুলাই-২০২০/জেডএন