ছয় চরণের স্তবক–১০৮ । সাঈদ শাওন

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–১০৮
সাঈদ শাওন

হৈ হৈ রৈ রৈ
আগের জামানার শক্তিশালী আর রইলো কৈ
অহংকার করিয়া
অন্যের বিনাশ করিয়া
শান্তি কি মিলে
হিসাবটা দিতে হবে শুধু তিলে তিলে।

অন্যধারা/১৮ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর