- Advertisement -
ছয় চরণের স্তবক –১১৪
জুলফিকার হোসেন তারা
রঙিন হয় না মন
জোর করে তবু মন রাঙ্গি
শুশুক মাছের মতো
লাফিয়ে লাফিয়ে জলের তরঙ্গ ভাঙ্গি
শেষ হয় না দাহকালের জ্বালাতন
কাটে না সময় এই মন বড় উচাটন।
অন্যধারা/২৬ জুলাই’২০/এসএএইচ
- Advertisement -