ছয় চরণের স্তবক –১১৮। এম মোস্তাকুল হক

ছয় চরণের স্তবক –১১৮
এম মোস্তাকুল হক
ছেঁড়া রোদ, ত্যাড়া বাতাস – মাতলামীতে
সদ্য সন্ধ্যামণির হাতে খেয়েছে ধরা।
উক্তিতে যুক্তি থাকবেই – থাকে
সন্দেহ- ঘোর অবেলায় কেন নিরিবিলি বাঁকে?
তিনটে শকুন মেল্লো পাখা, ফেল্লো সাক্ষী ছক;
বাজ এসে মাঝখানে বৌদ্ধিক বাধালো বিরোধ।
অন্যধারা/১ আগস্ট’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here