ছয় চরণের স্তবক –১১৯। লুনা আহমেদ

- Advertisement -
ছয় চরণের স্তবক –১১৯
লুনা আহমেদ
যেহেতু পৃথিবী এখন জাগ্রত আপনার ঘুমানো উচিত
দুজনে জেগে থাকলে বিভেদ বাঁধতে পারে।
পিতা যখন পিতামহকে এই গল্প বলছিলো
দূর থেকে চিৎকার করে বললাম
জেগে থাকা আপনারও সাজে না পিতা
যেহেতু আমিও জেগে থাকতে চাই।
অন্যধারা/১ আগস্ট’২০/এসএএইচ
- Advertisement -

আরো পড়ুুর