ছয় চরণের স্তবক–১২২। টিপু সুলতান

ছয় চরণের স্তবক–১২২
টিপু সুলতান
আমি দেখি,অন্ধকার হ্রদ থেকে নগরী
ডুমুর গাছ-শরীর পোড়ায়ে নেশাপান খেলছে
শালিকের অভ্যর্থনা হতে পৃথিবী,অরণ্য হাওয়া
তারপর কাঠ বোতাম গহিনে,নীলিমার মাস্তুল
আঙুলে বাদামুফুলের পাখি,ধূলোর শেকড় জমিয়ে
ফের শুনি লতামঙ্গেশকর গানেরগলা,নগরে নগরে।
অন্যধারা/২ আগস্ট’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here