- Advertisement -
ছয় চরণের স্তবক –১২৩
মোনালিসা রেহমান
ভোরের আজান আর আমার মায়ের
তসবীহ্ জায়নামাজ হাতে সেই রূপ
মনে পড়িয়ে দেয় ছোট্ট বেলার ওয়াদার
বড় হলে আমিও নামাজ পড়ব
এই আশায় বড় হতে হতে
আজো বড় হতে থাকি।
অন্যধারা/২ আগস্ট’২০/এসএএইচ
- Advertisement -

 
                                    