ছয় চরণের স্তবক– ১২৪। রমা সিমলাই

- Advertisement -
ছয় চরণের স্তবক– ১২৪
রমা সিমলাই
কঠিন অভিমান দু’ হাতে সরিয়ে আয়
একটু পাশাপাশি বসি
হাত রাখি হাতে।যদি এই মেঘ- দুপুর
বিষাদী ডাহুক আর না ফেরে
জেনে যা, আজও শুধু তোর জন্যই
আমার কবিতা মিছিলমুখ হয়ে ওঠেনি।
অন্যধারা/২ আগস্ট’২০/এসএএইচ
- Advertisement -

আরো পড়ুুর