ছয় চরণের স্তবক – ১২৬। দ্বীপ সরকার

ছয় চরণের স্তবক – ১২৬
দ্বীপ সরকার
মনের ভেতর ধেয়ে আসা ঝড়-আলপথে হাঁটা
নগরের গলি থেকে আউটডোর মাচানে
পিপিলিকারা করে মৃত্যু যাপন
ভালো লাগে না,ভেতরে বিক্ষত ফড়িং হাওয়া
তেড়ে আসে, ধেয়ে আসে অথচ
ঝড় আমাকে স্পর্শকরে না-স্পর্শ করে আঁচলের ঘ্রাণ।
অন্যধারা/২ আগস্ট’২০/এসএএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here