ছয় চরণের স্তবক–১৫ । শাহরিয়ার সোহেল

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–১৫
শাহরিয়ার সোহেল

ইচ্ছে করে আকাশ ছুঁয়ে দেখি
দু’হাত ভরে তোমায় ভালোবাসি
হৃদয় আমার উড়ন্ত নীল পাখি
প্রতি পলে জাগে আমার আঁখি
তুমি আমার নাড়ী ছেঁড়া গান
কাছে এসো তোমায় আহ্বান।

অন্যধারা/২ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর