- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–১৬
নাঈম মাহমুদ মিথেল
পৃথিবীর পথে খুঁজে হয়রান তবুও ছুটেছি সুখের পিছু
অর্থ বৈভবে ভেবেছিলাম সুখ- না না সুখ অন্য কিছু।
তবে কি নারী কত সুন্দরী সুখ কি তাতেই মেশা
না না পাইনিতো সুখ এ তো কেবলি নেঁশা।
আয়ু বায়ু বহে আপন গতিতে ছুটিতে ছুটিতে জীবন শুকিয়ে
ক্লান্ত দেহ হচ্ছে অসার তবুও যে সুখ থাকে লুকিয়ে।
অন্যধারা/২ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -