ছয় চরণের স্তবক–১৭ । জাহিদুল ইসলাম রুমি

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–১৭
জাহিদুল ইসলাম রুমি

ভয়াবহ করোনা
মানুষ হতে বড়ো না
খোদার কাছে পানাহ চাই
অল্পদিনের জীবন ভাই
নিভে যেতে কতক্ষণ
তাই কাঁদে আমার মন।

 

অন্যধারা/২ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর