- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–১৮
সঞ্চয় কবির
ইচ্ছে করেই বিষ পান করছি
দুয়ারে নির্মম মৃত্যু দাঁড়িয়ে
সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে আসছে
মদের গ্লাসে ডুবতে ডুবতে নাসিকা পর্যন্ত ডুবে গেছি
মানুষগুলোর বাঁচার অধিকার আছে নিশ্চয়ই
পৃথিবী ডুবে যাওয়ার আগে কিছু একটা করা প্রয়োজন
অন্যধারা/২ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -