- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–২০
জামান মনির
খুব বেশি কিছু চাওয়ার নেই
তোমার শরীরে সবথেকে ছোটো তিলকটিতে
আমার বুক ভরা বিশ্বাসকে স্থান দিও
যদি তিলক না থাকে সমস্যা নেই
কপালে টিপ দিয়ে সেখানে বসিয়ে নিও
বিশ্বাস রাখতে খুব বেশি জায়গার প্রয়োজন নেই।
অন্যধারা/২ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -