- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–২৩
মোহাম্মদ শাহানুর ইসলাম
মুগ্ধ জীবন ঋদ্ধ জীবন
সবুজ ঘাসের মায়া
দুখী জীবন জীর্ণ জীবন
পোড়ায় মন ও কায়া!
জীবন নামের একটা জীবন
শুধুই নিছক ছায়া।
অন্যধারা/৩ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -