ছয় চরণের স্তবক–২৬ । অর্ণব আশিক

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–২৬
অর্ণব আশিক

এসো নতুন করে বাঁচি
ছাড়ি দোহে দু’কুল
কষ্টে দুখে ছাইভস্মে মিশে
ভরা প্রাণে ফুটাই মুকুল
জলের মতই কাটাই জীবন
মুছে যাক যন্ত্রণা অনুভূতি হোক রঙিন।

 

অন্যধারা/৩ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর