শিল্প-সাহিত্যকবিতা ছয় চরণের স্তবক–২৯ । সৈয়দ নাজমুল হুদা By সাপ্তাহিক অন্যধারা - July 3, 2020 0 358 FacebookTwitterPinterestVKWhatsAppPrint ছয় চরণের স্তবক–২৯ সৈয়দ নাজমুল হুদা ব্যথার সিন্ধুতে ভেসে ভেসে থেমে যাবে এসে মরণের দেশে গোপনের গোপন যতো অনুযোগ পড়েছিলো জমা বেহিসেবী মন করবে কি ক্ষমা ভাবনায় কাঁদে মন। অন্যধারা/৩ জুলাই-২০২০/জেডএন