শিল্প-সাহিত্যকবিতা ছয় চরণের স্তবক–৩০ । মিনা মাশরাফী By সাপ্তাহিক অন্যধারা - July 3, 2020 0 349 FacebookTwitterPinterestVKWhatsAppPrint ছয় চরণের স্তবক–৩০ মিনা মাশরাফী বিষণ্ন সকালটা আজ অগোছালো সব কাজ ভালো লাগে না কিছুতেই সব কিছুতেই মন ভালো নেই ভীষণ ক্লান্ত আমি জানে শুধু অন্তর্যামী। অন্যধারা/৩ জুলাই-২০২০/জেডএন