ছয় চরণের স্তবক–৩৬ । শাহীন রেজা

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৩৬
শাহীন রেজা

চাঁদের দরোজা খুলে
আঁধার নেমেছে চুলে
বৃষ্টির ছলে
তুমিও আসবে না’কি
অথবা দেবে কি ফাঁকি
না কিছু বলে!

 

অন্যধারা/৭ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর