- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৩৭
মালিহা পারভীন
চুমুকে চুমুকে পান করি বর্ষার প্রতিটা জল
বিন্দু বিন্দু বৃষ্টি প্রেমে ভিজাই মহামারি
দুপুর আড়াই মানে বিয়োগের খেলা
দুপুর আড়াই মানে রক্তাক্ত কদম
বিষণ্ণ সংবাদ, বিষণ্ণ ডাকবাক্স
বর্ষার হ্যাংগারে বিষণ্ণ বিষাদ।
অন্যধারা/৭ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -