ছয় চরণের স্তবক–৪১ । বাদল মেহেদী

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৪১
বাদল মেহেদী

বাগানের ফুলগাছ গোলাপ ও বেলি
একদিন দেখি তাতে ধরেছে কলি
কলি থেকে ফুল হলো আমি হলাম বড়
তারপর দু’জনেরই আয়ু ফুরালো
ফুল গেল ঝরে
আমিও চলে যাবো হঠাৎ করে।

অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর