ছয় চরণের স্তবক–৪২ । আশরাফ মির্জা

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৪২
আশরাফ মির্জা

আমি ভালো, তুমি ভালো
তারাও সবে নাকি ভালো
খারাপ তবে কে ?
ভালো-মন্দের সংজ্ঞা বুঝে
বিবেক দিয়ে বুঝে সুঝে
চুপ রয়েছে যে।

অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর