ছয় চরণের স্তবক–৪৫ । মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৪৫
মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর

মনের কোণে হৃদয় বনে
ভাব জমেছে তোমার সনে
এমন সময় কেউ,
পাথর মেরে আতর চেয়ে
বন্ধু সেজে আসছে ধেয়ে
উথাল পাতাল ঢেউ!

অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর