- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৪৭
রহিমা আখতার কল্পনা
লুকায় সবাই রাতের কোরক দেউলিয়া দিনলিপি
খাঁচায় বন্দি কায়ার মানুষ, রাত মাপে জলপিপি
কলির যুগের কাহন-বোনার নেই আজ কারিগর ।
অচল মুদ্রা আগলে রাখার দিন ফুরানোর বিধি
জেনেও তোমার এই অবেলায় প্রাচীন পরাণ-নিধি
টানছে পেছন, জানোই যখন- ভেঙে দাও খেলাঘর।
অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -