ছয় চরণের স্তবক–৪৮ । শাহ আলমগীর

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৪৮
শাহ আলমগীর

ওগো তোমার রূপের ঝলক উপচে ঘরে বাইরে
তাই দেখে রোজ স্বপ্ন খেয়ায়
হারিয়ে আমি যাইরে
ওরে প্রাণোবন্ধু প্রেমের সিন্ধু নেয় না গলে ফাঁসি!
তবু হৃদয় আমার উপচে উঠে
বলছি ভালোবাসি।

 

অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর