- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৪৯
মোজফফার বাবু
তেতিয়ে উঠেছে জনপথ খা খা করে মাঠ-ঘাট।
অসহিষ্ণু ধারার কুরুক্ষেত্র করে করাঘাত
ঘাত-প্রতিঘাতের দিকে দিকে বুকফাটা বোবা কান্না
মোড়ক মনান্তর এ যেন নিত্য নৈতিক ঘটনা
দেশে দেশে দৈত্যরাজের অনুচর পাতের চোরাগুপ্ত ফাঁদ।
অসুরের দুর্বিপাকে উৎপীড়িতরা আজ কুপোকাত।
অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -