- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৫০
ড. সৈয়দ আজিজ
সন্ধাতারা আটকে আছে অন্ধকারের তেলেসমাতি
খোকাখুকু ঝুলন বেঁধে খেলছে সবাই চড়ুইভাতি
কাষ্ঠ ছাড়াই সিলেট শহর, কাষ্ঠঘরে ঢোল বাজায়
বিধির বিধান উল্টে গেলে,ফুলদানিও উল্টে যায়
অমাবস্যায় কেউ না দেখুক, ঝলসে ওঠে কানার চোখ
ফুল তুলতে দুলছে মালী, ভাবনা হলো কানার শোক।
অন্যধারা/৮ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -