ছয় চরণের স্তবক–৫২ । তাহমিনা বেগম

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৫২
তাহমিনা বেগম

তোমার দেয়া গোলাপ খোঁপায় পরেছি
কি এক ভালোলাগার আবেশে মন রাঙিয়েছি
এতো ভালোবাসায় করেছো সিক্ত
কি যে দেবো তোমায় আমি যে রিক্ত
দিতে পারি পছন্দের এক কাপ ব্ল্যাক কফি
আমার বানানো কফির চুমুক যে তোমার হবি।

 

অন্যধারা/৯ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর