ছয় চরণের স্তবক–৫৬ । শেলী সেলিনা

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৫৬
শেলী সেলিনা

একবার এসেই দেখো খুব কাছাকাছি
পরানের গহীনে রাখা নীলকণ্ঠ পাখিটা দেবো
এঁকেবেকে ওঠা শাড়ি পরার কৌশল দেবো
ওষ্ঠ এঁকে, কাজল এঁকে কিংবা আলতা’র
নঁকশা এঁকে কী করে রমনী আকর্ষিত হয়
তার পটুতা শেখাবো!

অন্যধারা/৯ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর