- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৫৭
নূরুজ্জামান ফিরোজ
চুরি হয়ে যাচ্ছে আমার শিরোনাম আর অন্তমিল
চোরের দেশে চোরের খনি হয় না তাদের মন তো মিল।
সেই চোরেরা হাত দিয়েছে মধ্যমিল আর আদ্যো মিলে,
চুরি করা লেখায় কি আর পাঠক মনের খাদ্য মিলে?
তবুওতো চোর বহাল আছে ভিত্তিটা খুব শক্ত
অযথাই কিছু মানুষ চোরের অনুরক্ত।
অন্যধারা/৯ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -