- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৫৮
হাসিবুর রহমান
অর্থ-বিত্তে আজ মানুষ আকণ্ঠ আসক্ত
বিবেক বর্জিত হয়ে হারাচ্ছে মনুষ্যত্ব
চারিদিকে শুধু মিথ্যার বসবাস
সত্য মিথ্যা আজ করে সহবাস
ক্ষুদ্র এ জীবন ক্ষণিকের এক রঙিন ফানুস
বাস্তবতায় ফিরে আসো হে মাটির মানুষ।
অন্যধারা/৯ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -