ছয় চরণের স্তবক–৬২ । কাজী মহিউদ্দিন

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৬২
কাজী মহিউদ্দিন

তুমি আমায় ভালোবাসো
ডাকার আগে চলে আসো
যায় যে ভরে বুক
নিত্য আমার খবর রাখো
চোখে চোখে চেয়ে থাকো
পাই যে মনে সুখ।

অন্যধারা/১০ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর