ছয় চরণের স্তবক–৬৩
আতিক হেলাল
আমি যখন একলা থাকি, তুমি তখন নাই
আমি যখন মগ্ন থাকি, তোমায় তখন পাই।
আমি যখন ক্ষুধার্ত হই, খাবার তখন চাই
খাওয়ার পরে তোমার খাবার, ভরা পেটেই খাই!
আমি যখন থাকতে বলি, বলছো তখন ‘যাই’
দূরে গিয়ে জানাও, ‘আমি তোমারই গান গাই’!
অন্যধারা/১০ জুলাই-২০২০/জেডএন