ছয় চরণের স্তবক–৬৪
আসিফ খন্দকার
এলে গো ফাগুন হৃদয়ে আগুন আজিও তেমনই জ্বলে
কথা না বলে তবু বলি কথা না বলা কথার ছলে।
গীতিকার মাঝে সুপ্ত যে সুর সে সুরে গুপ্ত তুমি
তুমি হারা প্রাণ শুষ্ক পাষাণ বালুকা তপ্ত ভূমি।
গোধুলী বেলায় জীবন খেলায় তুমি যদি হও জয়ী
হেরে যদি যাই এ আমার জয় জেনো প্রিয়ো মৃন্ময়ী ।
অন্যধারা/১০ জুলাই-২০২০/জেডএন