- Advertisement -
- Advertisement -
ছয় চরণের স্তবক–৬৫
কল্যাণী মজুমদার
মন খারাপের নির্জন রাত
তোমাকেই খোঁজে,
মুঠো মুঠো তারা আঁচলে বাঁধে আলো।
আদরের বালিশ অশ্রুতে ভিজে
কুঁড়ির সুবাসে ঠোঁট
দরজায় রোদ দেয় গড়াগড়ি।
অন্যধারা/১০ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -