ছয় চরণের স্তবক–৬৯ । নাসরিন আক্তার

- Advertisement -
- Advertisement -

ছয় চরণের স্তবক–৬৯
নাসরিন আক্তার

নিজেকে কেটেকুটে নিজেই করো পোস্টমর্টেম,
যেটুকু সুখ ছিলো পোড়াও দহনে
দুঃখটুকু সরিয়ে রাখো দূরে।
নিজেই করো কষ্টের আবাদ
রং চা’র মোড়কে নিজেকে মোড়াও
স্যাকারিন দেওয়া আট আনার চকলেটের মতো।

অন্যধারা/১০ জুলাই-২০২০/জেডএন

- Advertisement -

আরো পড়ুুর