শিল্প-সাহিত্যকবিতা ছয় চরণের স্তবক–৭০ । সালেম সুলেরী By সাপ্তাহিক অন্যধারা - July 10, 2020 0 314 FacebookTwitterPinterestVKWhatsAppPrint ছয় চরণের স্তবক–৭০ সালেম সুলেরী লাশের ভেলায় নাকি পাপের ভেলায় ভাসলো পৃথিবী, নাকি- মহামারীর মোড়কে স্বর্গমৃত্যু এসে খেলে যায় ‘চিচিং ফাঁকে’র ফাঁকি। ‘করোনা’কে নাকি ঠেকাতে লাশের দুর্গন্ধকে মাস্ক বা মুখোশে মুখ ঢাকি! অন্যধারা/১০ জুলাই-২০২০/জেডএন